ঢাকা- একাদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মান বজায় রেখে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইলেকশন মনিটরিং ফোরাম আমন্ত্রিত আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তারা।
সংবাদ সম্মেলনে নির্বাচন পর্যবেক্ষণ ফোরামের নির্বাহী পরিচালক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব এম আবেদ আলী, কানাডার পর্যবেক্ষক তানিয়া ফস্টার এবং ভারতীয় পর্যবেক্ষক ড. গৌতম ঘোষ বক্তব্য দেন।
তারা বলেন, সকল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে ও নির্বাচন কমিশনের প্রচেষ্টায় এটি একটি প্রভাবমুক্ত নির্বাচন।
ইলেকশন মনিটরিং ফোরাম অর্ন্তভুক্ত কয়েকটি সংগঠনের পক্ষ থেকে ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও কানাডা থেকে আমন্ত্রিত পর্যবেক্ষকরা জাতীয় সংসদ নির্বাচনের প্রায় ২৪টি কেন্দ্র পর্যবেক্ষণ করেছেন। পরে তারা জানান, ভোটকেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিলো। উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে এ দেশের জনগণ।
নির্বাচনকে ঘিরে বিভিন্ন সহিংসতায় ১৮ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন ইলেকশন মনিটরিং ফোরামের নির্বাহী পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী।
Leave a Reply