লোকালয় ডেস্ক: বিজ্ঞানের কথায়, সাধারণভাবে খাবার ছাড়া কোনও মানুষের পক্ষে মাস দু’য়েকের বেশি আর জল ছাড়া খুব বেশি হলে চার-পাঁচ দিনের বেশি জীবনধারণ করা সম্ভব নয়। কিন্তু হিন্দু সন্ন্যাসী প্রহ্লাদ জানি ওরফে মাতাজির জানিয়েছেন, তিনি বিগত ৭৭ বছর ধরে জল বা খাবার কিছুই মুখে তোলেননি। তবুও মৃত্যু তো দূরস্থান, দুর্বলতা পর্যন্ত স্পর্শ করতে পারেনি তাঁকে।
১৯২৯ সালে গুজরাটে জন্মগ্রহণ করেন প্রহ্লাদ জানি। মাত্র সাত বছর বয়সেই আধ্যাত্মিক অনুসন্ধিৎসার তাগিদে বাড়ি ছেড়ে তিনি জঙ্গলে গিয়ে থাকতে শুরু করেন। প্রহ্লাদের বক্তব্য, মাত্র ১১ বছর বয়সেই দেবী অম্বার কৃপা লাভ করেন তিনি। তারপরে অম্বার মতোই লাল শাড়ি আর অলংকারে নিজেকে সজ্জিত করেন। দেবী অম্বাই নাকি প্রহ্লাদকে জল ও খাদ্য ছাড়া জীবিত থাকার শক্তি প্রদানের প্রতিশ্রুতি দেন। প্রহ্লাদের বিশ্বাস, স্বয়ং দেবীই তাঁর শিরস্থ ব্রহ্মরন্ধ্র দ্বারা এমন কিছুো তাঁর শরীরে প্রবিষ্ট করিয়ে দেন যে অন্য কোনও পানীয় বা খাদ্যের প্রয়োজনই হয় না তাঁর। বর্তমানে প্রহ্লাদ গুজরাটের অম্বাজি মন্দিরের কাছে একটি জঙ্গলের অভ্যন্তরে একটি গুহার মধ্যে বসবাস করেন। রোজ ভোর ৪টের সময় ঘুম থেকে উঠে পড়েন তিনি, এবং দিনের বেশিরভাগ সময়টা ধ্যানের মাধ্যমে কাটান।
কিন্তু প্রহ্লাদ জানি কি সত্যিই অভুক্ত রয়েছেন ৭৭ বছর ধরে? তা কি আদৌ সম্ভব? এই প্রশ্নের উত্তর খোঁজার চে্ষ্টা করেছিল বিজ্ঞান। ডাক্তার সুধীর শাহের নেতৃত্বে ডিফেন্স ইন্সটিটিউট অফ ফিজিওলজি অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস এবং অন্যান্য ডাক্তারি সংস্থার সদস্যরা ২০১০ সালে একটি পর্যবেক্ষণের মাধ্যমে প্রহ্লাদের না খেয়ে বেঁচে থাকার রহস্য ভেদ করার চেষ্টা করেন। আহমেদাবাদের স্টারলিং হাসপাতালের একটি ঘরে সিসিটিভি পর্যবেক্ষণের সামনে প্রহ্লাদকে রাখা হয় ১৫ দিন। সেই ১৫ দিন নাকি প্রহ্লাদ কিছুই খাননি বা পান করেননি। এমনকী টয়লেটেও জাননি। সেই অবস্থায় প্রহ্লাদের শরীরে নানা ডাক্তারি পরীক্ষা চালিয়ে দেখা যায়, তাঁর শরীরী অবস্থা একেবারে স্বাভাবিক রয়েছে। এইসব দেখে ডাক্তাররা এই সিদ্ধান্তে পৌঁছন যে, নিয়মিত ধ্যান এবং যোগাভ্যাসের ফলে সম্পূর্ণ খাদ্য ও জলহীন অবস্থাতেও সুস্থ থাকার কোনও একটি কৌশল আয়ত্ত করে ফেলেছে প্রহ্লাদের শরীর।
তবে সুধীর শাহদের দাবিকে চ্যালেঞ্জ জানিয়েছেন ডাক্তারদেরই একটি বড় অংশ। হার্ভার্ড হিউম্যানিটারিয়ান ইনিশিয়েটিভ-এর ডাক্তার মাইকেল ভ্যান রুয়েন বলছেন, পৃথিবীর কোনও মানুষের পক্ষেই একটানা ২০ দিনের বেশি জল না খেয়ে বেঁচে থাকা সম্ভব নয়। সুধীর শাহদের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে তাঁর বক্তব্য, পরীক্ষার সময় তোলা সিসিটিভি ফুটেজ যথেষ্ট নয়, কারণ তাতে ১৫ দিনের ২৪ ঘন্টার ফুটেজ পাওয়া যাচ্ছে না। তাছাড়া পরীক্ষা চলাকালীন প্রহ্লাদ তাঁর ভক্তদের সঙ্গে দেখা করেছিলেন। সেই ভক্তদের কেউ যে তাঁকে গোপনে কোনও খাদ্য বা পানীয় সরবরাহ করেননি, এবং তা যে প্রহ্লাদ সেবন করেননি, তার প্রমাণ কী!
সত্যিই প্রহ্লাদ এই অবিশ্বাস্য রকমের দীর্ঘ সময় জুড়ে না খেয়ে রয়েছেন কি না, সেই রহস্যের মীমাংসা হয়নি কোনও। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই ঘটনা একেবারে অসম্ভবও বটে। কিন্তু যুক্তি যেখানে স্তব্ধ হয়ে যায়, সেখান থেকেই তো শুরু হয় ভক্তির সাম্রাজ্য। এই ৮৮ বছর বয়সেও তাই ভক্তদের কাছে আধ্যাত্মিকতার পরাকাঠামো রূপে পূজিত হন প্রহ্লাদ জানি, ওরফে মাতাজি।
Leave a Reply