আন্তর্জাতিক ডেস্ক: তাজা মাছ কেনার প্রথম শর্তই হচ্ছে, মাছের চোখ দেখে তারপর কিনতে হবে। কারণ তাজা মাছের চোখ থাকবে টলটলে পরিষ্কার ও উজ্জ্বল। সাধারণত মাছ বেশিক্ষণ ডাঙ্গায় থাকলে চোখে তার প্রভাব পড়ে।
মাছ কেনার এই সূত্রের কথা জানতেন কুয়েতের এক সী-ফুড বিক্রেতা। আর তাই পুরনো মাছকে তাজা দেখাতে মাছের মধ্যে নকল চোখ লাগিয়ে দোকানে বিক্রি করছিলেন তিনি। তবে শেষমেশ ধরা পড়েছেন তিনি, আর তার দোকানও বন্ধ করে দেয়া হয়েছে।
সম্প্রতি ওই দোকান থেকে মাছ কিনে বিষয়টি টের পান এক কুয়েতি মহিলা। তারপর পুরো বিষয়টি ভিডিও করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দেন তিনি। এরপরই গোটা বিষয়টি দেশটিতে ভাইরাল হয়ে ওঠে।
ভিডিওটিতে দেখা যায়, ওই মহিলা গ্লাভস হাতে একটি পরিষ্কার ও উজ্জ্বল চোখওয়ালা তাজা মাছ কাটতে বসেন। তারপর মাছের চোখ ধরে টান দিতেই প্লাস্টিকের নকল চোখ সরে গিয়ে মাছের ঘোলা ও ফ্যাকাসে চোখ বেরিয়ে আসে।
এই ঘটনার পর কুয়েতের মিনিস্ট্রি অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ওই সী-ফুড বিক্রির দোকানটি বন্ধ করে দিয়েছে। স্থানীয় দৈনিক পত্রিকা আল বায়ান তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
Leave a Reply