লোকালয় ডেস্কঃ বর এসেছে বিয়ে করতে। সঙ্গে এসেছেন বরযাত্রীরাও। সোজা হয়ে দাঁড়াতেই পারছে না মদ্যপ বর। মদ্যপ বরের তাণ্ডবে বিয়েবাড়িতে তুলকালাম। বরের এ কাণ্ড দেখে দিশেহারা কনের পরিবার। আর এসব দেখে ছেলেকে বিয়ে করবেন না বলে জানিয়ে দিলেন কনে।
১৯ এপ্রিল, বৃহস্পতিবার কলকাতার বাঁকুড়া জেলায় এ ঘটনা ঘটেছে। এদিন তেলকল পাড়ায় বিয়ে করতে এসেছিলেন পুরুলিয়ার ভূধর সহিস। পেশায় স্কুলশিক্ষক ভূধর। তবে মদ্যপ ভূধর ছাদনাতলায় যাওয়ার আগেই লাথি মেরে ফেলে দেন বিয়ের পিঁড়ি।
এ সময় তিনি পুরোহিতকে গালিগালাজ করতে থাকেন। বিয়ের অনুষ্ঠানের প্রতি তার কোনো সায় নেই। সে বায়না ধরে কনেকে নিয়ে সেই মুহূর্তে বাড়ি ফেরার। এসব দেখে বিয়েতে বেঁকে বসে কনেও। এমন ছেলেকে তিনি কিছুতেই বিয়ে করবেন না বলে সবাইকে জানিয়ে দেন পাত্রী।
শেষ পর্যন্ত মদ্যপ বরের তাণ্ডব থামাতে থানায় খবর দেন কনের পরিবার। পরে পুলিশ এসে ভূধর সহিস ও তার এক ভাইকে আটক করে থানায় নিয়ে যায়।
Leave a Reply