ময়মনসিংহ ব্যুরো– ময়মনসিংহের ভালুকায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে জেলে হেমেনশ চন্দ্র মন্ডলকে (৫২) নামের ধর্ষককে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, বুধবার বিকেলে উপজেলার ধামশুর গ্রামের একটি স্কুলের ওই ছাত্রীকে প্রতিবেশি জেলে হেমন্ত ফুসলিয়ে তার ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হেমেনশকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ভালুকা মডেল থানার ওসি তদন্ত মোহাম্মদ মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বুধবার রাতে স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
Leave a Reply