ভারতের তথ্য, সম্প্রচার ও বস্ত্রমন্ত্রী স্মৃতি জুবিন ইরানী বৃহস্পতিবার সকালে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট-এআইবিডি আয়োজিত এ সম্মেলনে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ বিশ্বের ৩৯টি দেশের সরকারি ও বেসরকারি সম্প্রচার মাধ্যমের আড়াইশরও বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন বলে তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের তথ্যমন্ত্রী ছাড়াও কম্বোডিয়ার তথ্যমন্ত্রী ড. খিউ কানহারিত, কোরিয়া কমিউনিকেশন কমিশনার ড. স্যাম সগ কো এবং ইরানের আন্তর্জাতিক অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্বাস নাসেরি তাহেরী বক্তৃতা করেন।
বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, “বাংলাদেশসহ এশিয়া এবং বিশ্ব এ মুহূর্তে ছটি মারাত্মক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। গণমাধ্যমের সযত্ন ভূমিকা একদিকে যেমন দারিদ্র্য, লিঙ্গবৈষম্য, জঙ্গিবাদ ও সাইবার অপরাধ নির্মূলে সাহায্য করবে, তেমনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিপ্লব, জলবায়ু পরিবর্তন ও বিশ্বায়নের সাথে মানুষকে খাপ খাওয়াতে শেখাবে।“গণমাধ্যমের এ কাজ শুধু এশিয়া নয়, সমগ্র বিশ্বকেই টেকসই, সবুজ, উন্নত, ডিজিটাল, শান্তিময় ও সমতাপূর্ণ বিশ্বায়নের দিকে এগিয়ে নেবে, সেই সঙ্গে গণতন্ত্রকে শক্তিশালী ও সংহত করবে।”
উদ্বোধনী অধিবেশনের পর ‘মিডিয়া রেগুলেশন পলিসিজ: ইথিকস, রুলস অ্যান্ড ল’জ’ শীর্ষক প্লেনারি সেশনেও বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ইনু।
পরে তথ্যমন্ত্রী ভারত ও কম্বোডিয়ার তথ্যমন্ত্রী এবং কোরিয়ার কমিশনার স্যাম সগ কোরের সঙ্গে বৈঠক করেন।
Leave a Reply