লোকালয় ডেস্কঃ ভারতে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৮৮৭ জন। সরকারি হিসাব অনুযায়ী একদিনে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। একইদিনে মৃত্যু হয়েছে ২০৬ জনের।
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৪১ হাজার ৯৭০। যা আক্রান্তের সংখ্যায় বিশ্বে অবস্থান পঞ্চম। মৃতের সংখ্যা ৭ হাজার ১৩৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৩ হাজারের বেশি মানুষ।
দেশটিতে পঞ্চম দফায় লকডাউনের মেয়াদ বাড়ালেও তা বিভিন্ন রাজ্যজুড়ে শিথিল করা হয়েছে। প্রথম ধাপে খুলেছে শপিং মল, উপাসনালয় ও রেস্তোরাঁ। এরপর থেকে হুহু করে বাড়ছে দেশটিতে করোনা আক্রান্ত আর মৃত্যু। গত ছয় দিন ধরে দেশটিতে প্রতিনিয়ত আক্রান্ত হয়েছে ৯ হাজারের বেশি জন।
দেশটিতে করোনায় আক্রান্তে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। প্রদেশটিতে ৮৫ হাজারের বেশি আক্রান্ত নিয়ে এই অঙ্গরাজ্য চীনকে পেছনে ফেলেছে। মৃত্যুতেও তারা অন্য সব রাজ্যের চেয়ে এগিয়ে। মোট ৩ হাজার ৬০ জন মারা গেছেন।
সূত্র: এনডিটিভি
Leave a Reply