লোকালয় ডেস্কঃ ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরের রাস্তায় অবিশ্বাস্য একটি দৃশ্য দেখা গেল। দিনে-দুপুরে ব্যস্ত রাস্তায় গাড়ি চালাচ্ছে একটি কুকুর।
সম্প্রতি শিলংয়ের পুলিশ বাজারে ঘটে যাওয়া এমন ঘটনায় সাধারণ মানুষ হতভম্ব হয়ে যায়।
ব্যস্ত রাস্তা দিয়ে মারুতি ব্র্যান্ডের গাড়ি চালিয়ে যাচ্ছে একটি কুকুর। আর এই পুরো ঘটনাটি ভিডিও করেন এক নারী। ওই নারী গাড়ির ঠিক পেছনেই ছিলেন।
ওই ভিডিওটি পরে ‘দ্য শিলং গ্যাগ’ নামের ফেসবুক পেজে শেয়ার করা হয়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ভাইরাল হয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, কুকুরটি গাড়িটির চালকের আসনে স্টিয়ারিং ধরে বসে আছে। আর চালকের পাশের আসনে বসে রয়েছেন এক ব্যক্তি। কুকুর গাড়িটি চালাচ্ছে।
এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ ওই মারুতি গাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কুকুর দিয়ে ব্যস্ত রাস্তায় গাড়ি চালানোয় মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Leave a Reply