এম ওসমান, বেনাপোল : বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা শনিবার সকাল ৮টার সময় প্যাসেন্জার টার্মিনালের সামনে থেকে ২০হাজার ২০০ শত আমেরিকা ডলার, ৭ হাজার ৫শত ভারতীয় রুপি, ১৮ হাজার বাংলাদেশী টাকা ও ৭টি দামী মোবাইল সেটসহ মোহাম্মদ হক (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে । সে গাজীপুর জেলার সদর থানার নিলনগর কালের ভিটা এলাকার ফজলুর এর ছেলে।আটক পাসপোর্ট যাত্রী পাসপোর্ট নাম্বার বিআর- 0752039.
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদে জানতে পারি এক পাসপোর্ট যাত্রী ভারত থেকে বিপুল পরিমান আমেরিকান ডলার ও ভারতীয় রুপি নিয়ে বাংলাদেশ কাস্টমস পার হয়ে প্যাসেন্জার টার্মিনালে সামনে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার আবুল কাশেম, ল্যান্স নায়েক আব্দুর রহমান, ল্যান্স নায়েক নজরুল ইসলাম ও সিপাহী সিদ্দিকুর রহমান সেখানে অভিযান চালিয়ে আমেরিকা ডলার, ভারতীয় রুপি, বাংলাদেশী টাকা ও মোবাইলসহ তাকে আটক করেন । সব মিলে যার মূল্য প্রায় ২০লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।
Leave a Reply