সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
বৃষ্টিতে লাখো নির্বাচনী পোস্টার বিনষ্ট, ঝুলে আছে শুধু রশি

বৃষ্টিতে লাখো নির্বাচনী পোস্টার বিনষ্ট, ঝুলে আছে শুধু রশি

হঠাৎ বৃষ্টিতে লাখো নির্বাচনী পোস্টার বিনষ্ট, ঝুলে আছে শুধু রশি
হঠাৎ বৃষ্টিতে লাখো নির্বাচনী পোস্টার বিনষ্ট, ঝুলে আছে শুধু রশি

ষ্টাফ রিপোর্টার: বহুল প্রত্যাশিত দিনটি ৩০ শে ডিসেম্বর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ধার্যকৃত ভোট গ্রহনের বাকী আর মাত্র ১০ দিন। আর এই দিনটিকে সামনে রেখে রাজধানীসহ সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারনা।

পুরো জেলায় পোষ্টার ব্যানার আর ফেস্টুনে ঝলমল করছিলো গত সপ্তাহ থেকে। হঠাৎ করে বৈরি আবহাওয়া ও দুই দিনের গুরি গুরি বৃষ্টিতে রাজধানীসহ গোটা দেশে প্রার্থীদের রশি দিয়ে টানানো সব পোষ্টার, ব্যানার ও ফেস্টুন ছিড়ে মাটিতে লুটোপটি খেলছে। শীতের আগমনী বার্তাবাহক অনাকঙ্খিত বৃষ্টির কারনে প্রার্থীরা ভালো ভাবে প্রচার প্রচারনাও চালাতে পারছেন না।

আজ বুধবার (১৯ ডিসেম্বর) সরেজমিনে ঘুরে দেখা যায়, ঢাকা-১৩, ১৪, ১৫ ও ১৬ আসনে তথা সমস্ত মিরপুর-মোহাম্মদপুর এলাকায় রশি দিয়ে টানানো নির্বাচনী পোষ্টারের কোনটা সবটুকু আবার কোনটার আংশিক ছিড়ে মাটিতে পড়ে আছে। এছাড়া বিভিন্ন সড়ক, ওলি গলি, মার্কেটে রশি দিয়ে টানানো পোষ্টার নেই শুধু ঝুলে আছে রশি।

মিরপুর-১ নম্বর এলাকার স্থানীয় বাসিন্দা বাউল শিল্পী শাহিন সরকার জানান, দুই দিন আগেও শহরে উৎসব মনে হয়েছিলো। আজ সকাল থেকে মনে হচ্ছে বিরহের ছাপ। এ অবস্থা দেখে যে কারোই মন খারাপ হয়ে যায়।

মিরপুর-১০ এলাকার স্থানীয় একজন নেতা জানান, নির্বাচনের এই মাসটি যেন মনে হয় কোন অনুষ্ঠান হচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত রাস্তাঘাটে মানুষ ভোট চায়। কিন্তু আজ দুই দিন যাবৎ সড়কে মানুষের চলাচল কমে গেছে। পোষ্টার যেভাবে ছিরেছে মনে হচ্ছে উৎসব শেষ হয়ে গেছে।

ঢাকা-১৫ আসন কাফরুল এলাকার এক রাজনৈতিক নেতা মুক্তার হোসেন মাতবর বলেন, এই এলাকার কোন পোষ্টার ঝোলানো নেই সব মাটিতে লুটোপটি খাচ্ছে। বিভিন্ন এলাকায় শুধু রশি ঝুলছে। মনে হচ্ছে যে হঠাৎ ঝরে সব লন্ডভন্ড করে দিয়েছে। এত করে প্রার্থীদের ব্যাপক আর্থিক ক্ষতি হলো। কারন এক একটি পোস্টার ছাপাতে তাদের প্রায় ২.২০ টাকা খরচ হয়েছে।

এদিকে বৈরি আবহাওয়ার কারনে আসনগুলির মনোনীত কোন প্রার্থীরা সারাদিন উল্লেখযোগ্য কোন গনসংযোগ না করলেও ঢাকা-১৪ আসনের নৌকার প্রার্থী ও বর্তমান এমপি আসলামুল হক কে গনসংযোগ করতে দেখা গেছে। বৈরি আবহাওয়ায় পোষ্টার নষ্ট হওয়ার ব্যাপারে তাদের মতামত অভিন্ন। প্রার্থীদের দাবি এ ব্যাপারে কারো হাত নেই। তবে অনেক বড় ক্ষতি হয়েছে। আবার নতুন করে সব এলাকায় পোষ্টার ঝোলাতে হবে।

বৈরি আবহাওয়ায় পোষ্টার নষ্ট হওয়ায় প্রার্থীরা ক্ষতিগ্রস্থ হয়েছেন। তবে কত পোষ্টার নষ্ট হয়েছে তা বলা কষ্টকর। বৈরি আবহাওয়া কেটে গেলে আবার নতুন করে পোষ্টার ঝোলানোর কাজ করা হবে। বৈরি আবহাওয়ায় কিছুটা প্রচারনায় ব্যঘাত ঘটলেও থেমে না থেকে বৃষ্টিতে ভীজেই নৌকায় ভোট চাইতে মানুষের দ্বারে দ্বারে যেতে প্রস্তুত রয়েছেন প্রার্থীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com