খেলাধুলা ডেস্কঃ চলতি বছরের অক্টোবর-নভেম্বরে পর্দা ওঠার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের। তবে জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে।
২৮ অক্টোবর, রবিবার রাজধানীর পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু’তে অনুষ্ঠিত হচ্ছে এর প্লেয়ার ড্রাফট।
ড্রাফট সিস্টেমে পর্যায়ক্রমে বিভিন্ন ক্যাটাগরির ক্রিকেটার দলে টানার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। ইতোমধ্যে চার জন করে ক্রিকেটার আগের মৌসুম থেকেই ধরে রেখেছে বিপিএলের দলগুলো। এ ছাড়া এই চার জনের বাইরে থেকে আরও দুজন করে বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করে রেখেছে তারা।
প্লেয়ার ড্রাফটে দেশি খেলোয়াড়ার ১৮৫ জন, বিদেশি ৩৬৮ জন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে অন্তত ১০ জন দেশি খেলোয়াড় নিতে হবে। চাইলে সর্বোচ্চ ১২ জন নিতে পারেন তারা। তবে বিদেশি খেলোয়াড় ৯ জনের বেশি নিতে পারবেন না।
ঢাকা ডায়নামাইটস:
দেশি – সাকিব আল হাসান (আইকন), কাজী নুরুল হোসেন সোহান, রুবেল হোসেন, রনি তালুকদার, শুভাগত হোম, কাজী অনিক,
বিদেশি – সুনিল নারাইন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হযরতউল্লাহ জাজাই
কুমিল্লা ভিক্টোরিয়ানস:
দেশি – তামিম ইকবাল (আইকন), ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান মিরাজ, জিয়াউর রহমান, মোশাররফ রুবেল,
বিদেশি – শোয়েব মালিক, আসেলা গুনারত্নে, লিয়াম ডসন
সিলেট সিক্সার্স:
দেশি – লিটন দাস (আইকন), সাব্বির রহমান, নাসির হোসেন, তাসকিন আহমেদ, আফিফ হাসান ধ্রুব, আল আমিন হোসেন, তৌহিত হৃদয়, নাবিল সামাদ,
বিদেশি – সোহেল তানভীর, ডেভিড ওয়ার্নার, সন্দ্বীপ লামিচানে
রংপুর রাইডার্স:
দেশি – মাশরাফি বিন মুর্তজা (আইকন), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন, শফিউল ইসলাম, সোহাগ গাজি, ফরহাদ রেজা, মেহেদী মারুফ, নাহিদ ইসলাম,
বিদেশ – ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, আলেক্স হেলস
খুলনা টাইটান্স:
দেশি মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), নাজমুল হোসেন শান্ত, আরিফুল হক, জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোহাম্মদ আল আমিন, শুভাশিষ রয়,
বিদেশি – কার্লোস ব্রেথওয়েট, কার্লোস ব্র্যাথওয়েট, ডাউইড মালান, আলী খান
রাজশাহী কিংস:
দেশি – মুস্তাফিজুর রহমান (আইকন), মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, মুমিনুল হক, সৌম্য সরকার, ফজলে মাহমুদ রাব্বি, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, মার্শাল আইয়ুব,
বিদেশি – কায়েস আহমেদ, ক্রিশ্চিয়ান জঙ্কার
চিটাগং ভাইকিংস:
দেশি – মুশফিকুর রহিম, সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহী, মোসাদ্দেক হোসেন সৈকত, সৈয়দ খালেদ আহমেদ, নাইম হাসান, মোহাম্মদ আশরাফুল,
বিদেশি – সিকান্দার রাজা, লুক রঞ্চি, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ শাহজাদ, রব্বি ফ্রাইলিঙ্ক
Leave a Reply