লোকালয় ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি সাশ্রয়ে তরুণদেরকে উদ্ভাবনী পরিকল্পনা জমা দেওয়ার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
১৫ এপ্রিল, শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং) সামিটের ৪র্থ সেশনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ আহ্বান জানান বলে বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে।
নসরুল হামিদ বলেন, ‘উদ্ভাবনী আইডিয়া দেয়ার জন্য ইতোমধ্যে মন্ত্রণালয়ের ফেসবুক পেজ এবং আমার ব্যক্তিগত ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয়েছে।’
তরুণদের দেওয়া আইডিয়া কাজে লাগানোর মতো হলে নির্ধারিত মূল্যে মন্ত্রণালয় আইডিয়া দাতাদের থেকে তা কিনে নেবে উল্লেখ করে তিনি বলেন, ‘ইতোমধ্যে একজন উদ্যোক্তা পাওয়ার সেক্টরের রিয়াল টাইম ডাটা সমৃদ্ধ একটি আইডিয়া নিয়ে আমাদের কাছে এসেছেন। আমরা তার আইডিয়াকে স্বাগত জানিয়েছি।’
এ ছাড়া আগামী দিনে সৃজনশীল আইডিয়া বিশ্বে প্রভাবক হিসেবে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
Leave a Reply