ঢাকা- রাত পোহালেই ভোট। এরই মধ্যে গতকাল ভোটের আনুষ্ঠানিক প্রচার-পর্ব শেষ হয়ে গেছে। কাল শনিবার দেশের প্রায় সাড়ে ১০ কোটি ভোটার আগামী পাঁচ বছরের জন্য কোনো দল বা জোটকে ক্ষমতায় বসাবে।
এদিকে ভোটের আগের দিন বিকালে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। শনিবার বিকেল ৪টায় নয়াপল্টনে ঐক্যফ্রন্টের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সারা দেশের নির্বাচনী পরিবেশসহ নানা বিষয় নিয়ে কথা বলতে পারেন।
Leave a Reply