লোকালয় ডেস্কঃ রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ‘বিএনপি আমলে রেলের অবকাঠামো বলতে কিছু ছিল না। শতভাগ ব্যর্থ সেক্টর ছিল।’ শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘উন্নয়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘বিএনপি আমলের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তার আমলে রেলের অবকাঠামো বলতে কিছু ছিল না। শতভাগ ব্যর্থ সেক্টর ছিল। নতুন রেলপথ মন্ত্রণালয় গঠন করে নেত্রী শেখ হাসিনা আমাকে দায়িত্ব দেন। ৪৬ শতাংশ প্রকল্পের কাজ শেষ করা গেছে। ছয়টি রুটে বুলেট ট্রেন চলবে।’
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর বদৌলতে পৃথবীর মানচিত্রে বাংলাদেশ নামক দেশের উত্থান। বাঙালি জাতি পরিচয় প্রচার পায়। শেখ মুজিবকে হত্যা করা হলেও তার আদর্শকে হত্যা করা যায়নি। তার আদর্শেই দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মিল্টন বিশ্বাস।
Leave a Reply