বার্তা ডেস্কঃ খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন শেষে ফেরার পথে গ্রেপ্তার হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু।
মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির শেষ দিকে দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ যখন বক্তব্য দিচ্ছিলেন, বাবু তখন প্রেস ক্লাবের ভেতর দিয়ে সচিবালয়ের দিকের গেইট দিয়ে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে গোয়েন্দা পুলিশের হাতে পড়েন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সাধারণ পোশাকে থাকা গোয়েন্দা পুলিশের সদস্যরা বাবুকে ঘিরে ফেলেন এবং দ্রুত তাকে গাড়িতে তুলে নিয়ে যান।
ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, “তাকে গ্রেপ্তার করে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে।”
তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে- সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেননি পুলিশ কর্মকর্তারা।
বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্যানার-প্ল্যাকার্ড হাতে নেতা-কর্মীদের মানববন্ধনে সামনের কাতারেই ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল।
পরে মানববন্ধনে বাবু দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তির দাবিতে বক্তব্যও দেন।
তাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
Leave a Reply