বাহুবল প্রতিনিধি: বর্তমান যুব সমাজ মাদকে আসক্ত হয়ে ধ্বংসের ধারপ্রান্তে পৌছেছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী মাদক নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে আমরা বিভিন্ন উপায়ে প্রদক্ষেপ গ্রহণ করেছি। এরই ধারাবাহিকতায় মাদক নির্মূলের পাইলট প্রকল্প হিসেবে আমরা উপজেলার মিরপুর ইউনিয়ন থেকে শুরু করতে চাই। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় বাহুবল সার্কেল অফিসে আয়োজিত প্রস্তুতি সভায় সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আগামি ২/৩ দিনের মধ্যেই একটি ইউনিয়ন কমিটি গঠনের সিদ্ধান্ত জানান তিনি। মিরপুর ইউনিয়ন থেকে মাদক নির্মূল করতে সকলের সর্বাত্ত্বক সহযোগিতা কামনা করে তিনি বলেন দ্রুত সময়ের মধ্যে মাদকের সাথে জড়িতদের খোঁজে বাহিরে করে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
উপজেলার মিরপুর ইউনিয়ন মাদক নির্মূল কমিটি আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক মোঃ আসকার আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈয়দ আব্দুল গফফার মিল্লাদ, বাহুবল মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান, মিরপুর দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক নূরুল আমিন শাহজাহান, উপজেলা কৃষকলীগের সহ সভাপতি সাইদুল ইসলাম, ইউপি মেম্বার সাদিক মিয়া অমৃত, ব্যবসায়ি এনামুল হক এনাম প্রমুখ।
Leave a Reply