লোকালয় ডেস্কঃ প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশের বড় পরাজয়
ব্যাটিংয়ে ছিল না বড় পুঁজি। সাকিব আল হাসানের একার লড়াইয়ে তবুও ১২৯ রান করতে পেরেছিল বাংলাদেশ। শেলডন কটরেলের ৪ উইকেটের পর শাই হোপের ঝোড়ো ব্যাটিংয়ে স্রেফ উড়ে গেছে স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতেছে ৫৫ বল বাকি থাকতেই।
ওয়ানডে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হোপ মাত্র ২৩ বলে ৬ ছক্কা ও ৩ চারে খেলেন ৫৫ রানের দুর্দান্ত ইনিংস। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে তার বিদায়ের পর ১৯ বলে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাকি কাজটা সেরেছেন নিকোলাস পুরাণ (১৭ বলে ২৩) ও কিমো পল (১৪ বলে ২৮)।
টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর প্রথম টি-টোয়েন্টি জিতে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। শেষ দুই ম্যাচ হবে ঢাকায়, ২০ ও ২২ ডিসেম্বর।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১৯ ওভারে ১২৯ (তামিম ৫, লিটন ৬, সৌম্য ৫, সাকিব ৬১, মুশফিক ৫, মাহমুদউল্লাহ ১২, আরিফুল ১৭, সাইফউদ্দিন ১, মিরাজ ৮, আবু হায়দার ১*, মুস্তাফিজ ০; কটরেল ৪/২৮, পল ২/২৩, ব্রাফেট ১/১৩, অ্যালেন ১/১৯, টমাস ১/৩৩)।
ওয়েস্ট ইন্ডিজ: ১০.৫ ওভারে ১৩০/২ (লুইস ১৮, হোপ ৫৫, পুরাণ ২৩*, পল ২৮*; মাহমুদউল্লাহ ১/১৩, সাইফউদ্দিন ১/১৩)।
Leave a Reply