লক্ষ্মীপুর প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) সরকার ও কোটা সংস্কার আন্দোলন নিয়ে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ায় জুবায়ের হোসেন (২৪) নামে এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন সেট ও ট্যাব জব্দ করা হয়। আজ শনিবার সকালে লক্ষীপুরের রায়পুর উপজেলার মিতালী বাজারে অবস্থিত তার মালিকানাধীন কামাল টেলিকম থেকে তাকে আটক করা হয়।
আটক জুবায়ের উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদেরের ছেলে ও শিবিরের সক্রিয় কর্মী।
থানা পুলিশ জানায়, জুবায়ের ফেসবুকে দীর্ঘদিন ধরে সরকারবিরোধী স্ট্যাটাস ও নাশকতার চক্রান্ত করে আসছে। সম্প্রতি তিনি কোটা সংস্কার আন্দোলন নিয়ে উস্কানিমূলক লেখালেখি করে জনমণে বিভ্রান্তি ছড়ায়। বিষয়টি জানতে পেরে পুলিশ তাকে আটক করেছে।
এ ব্যাপারে রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোলায়মান বলেন, জুবায়েরের বিরুদ্ধে সরকারবিরোধী ও নাশকতার চক্রান্তের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এখন ৫৪ ধারায় তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply