এর আগে টানা তিন দফা বাড়ার পর গত বুধবার (১৭ আগস্ট) দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ২৭৫ টাকা কমায়। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়ায় ৮২ হাজার ৫৬ টাকা, যা তার আগে ছিল ৮৪ হাজার ৩৩১ টাকা।
এদিকে ওয়েল প্রাইস ডটকমের এক প্রতিবেদনে জানা গেছে, বিশ্ববাজারে কমতে শুরু করেছে সোনার দাম। সর্বশেষ রোববার প্রতি আউন্স সোনা বিক্রি হচ্ছে ১ হাজার ৭৪৬ ডলারে। এক সপ্তাহ আগেও এর দর উঠে গিয়েছিল প্রতি আউন্স ১ হাজার ৮০০ ডলারের ওপর।
বিশেষজ্ঞদের মতে, ধীরে ধীরে কাটছে ডলার সংকট। এতে খোলাবাজারে কমে আসছে ডলারের দাম।
Leave a Reply