ফেনী প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক পাওয়ার পর থেকে ফেনী-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী নিজাম উদ্দিন হাজারী নৌকা প্রতীক নিয়ে মাঠে বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
বিএনপি প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপির ধানের শীষের পোস্টার, ব্যানার ও ফেস্টুন কোথাও নেই। তবে কোথাও আবার হাত পাখার পোস্টার দেখা গেছে।
বিএনপি প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি অভিযোগ করে বলেন, ধানের শীষের পোস্টার লাগালেও সরকার দলীয় নেতাকর্মীরা ছিঁড়ে ফেলে। প্রচারণাও সরকার দলীয়রা বাধা দিচ্ছে। বিএনপি নেতাকর্মীদের পিটিয়ে পুলিশে দিচ্ছে। পুলিশি হয়রানীর কারণে দলীয় নেতাকর্মীরা মাঠে নামতে পারছে না।
এদিকে বুধবার পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের উদ্যোগে বিরিঞ্চিতে নিজাম হাজারীর নির্বাচনী জনসভায় নাট্য ব্যক্তিত্ব রোকেয়া প্রাচী, অভিনেতা শাকিল খান, চিত্রনায়িকা অরুণা বিশ্বাস ও জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমুন সাদিক বক্তব্য দেন।
Leave a Reply