ক্রাইম ডেস্কঃ ফেনীর ফুলগাজীতে শনিবার (১৪ এপ্রিল) পলিব্যাগে মোড়ানো সদ্য ভূনিষ্ট হওয়া নবজাতকের মৃতদেহ উদ্ধার করে হয়। তখন মৃত ওই নবজাতকের গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিলো।
প্রত্যক্ষ দর্শীরা জানায়, উপজেলার গাইন বাড়ি সংলগ্ন করইয়া – কালিকাপুর সড়কের একটি কালভার্টের পাশে পলিব্যাগ পড়ে থাকতে দেখা যায় পরে কয়েক জন পথচারী সন্দেহের বসে ব্যাগটি খুলে দেখতে পান ভিতরে আরো একটি পলিথিন মোড়ানো ও সদ্য ভূনিষ্ট হওায় নবজাতকের লাশ! তখন তার গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো ছিলো।
এমন ঘটনায় পথচারী ও আশপাশের মানুষের মনে নবজাতকের জন্য আপসোস ও এহেন ন্যাক্কার জনক কাজের নিন্দা ও ক্ষোভ প্রকাশ পাচ্ছে। উল্লেখ্য এখন পর্যন্ত ওই মৃত নবজাতকের কোন পরিচয় জানা যায়নি।
Leave a Reply