খেলাধুলা ডেস্কঃ ফিফা র্যাংকিংয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে জার্মানি। এছাড়া অপরিবর্তিত রয়েছে দ্বিতীয়স্থানে থাকা ব্রাজিলের পজিশনও। কিন্তু পর্তুগাল ও আর্জেন্টিনাকে পেছনে ফেলে তিনে উঠে এসেছে বেলজিয়াম। এক ধাপ পিছিয়ে চারে পর্তুগাল। সমান এক ধাপ পিছিয়ে পাঁচে আর্জেন্টিনা।
এদিকে বিশ্বকাপ শুরুর ঠিক ৬৩ দিন আগে আয়োজক রাশিয়া জাতীয় দল ফিফা র্যাংকিংয়ে নেমে গেল তাদের সর্বনিম্ন অবস্থানে। তিন ধাপ নেমে রাশিয়ার অবস্থান ৬৬। ফিফা র্যাংকিং প্রবর্তনের পর এটি রাশিয়ার সর্বনিম্ন অবস্থান।
১৯৯২ সালের ডিসেম্বরে ফিফা র্যাংকিং চালু করে। এরপর থেকে রাশিয়ার গড় অবস্থান ২২। গত মাসে ঘোষিত র্যাংকিংয়ে রাশিয়া ছিল ৬৩ নম্বরে।
Leave a Reply