লোকালয় ডেস্কঃ আইনি জটিলতায় শূন্য হয়ে যাওয়া আসনগুলোতে স্থানীয়ভাবে বিকল্প প্রার্থীদের সমর্থন দিয়েছে বিএনপি। বিএনপির প্রার্থীশূন্য মোট আসন ১৮টি। এর মধ্যে নাটোর-১, নওগাঁ-১, বগুড়া-৩ ও চাঁদপুর-৪ আসনে বিএনপির বিকল্প প্রার্থী মনোনয়ন পেয়েছেন।
তিনটি আসন ঢাকা-১, জয়পুরহাট-১ ও বগুড়া-৭ আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের তিন প্রার্থী সিলেট-২, মানিকগঞ্জ-৩ ও জামালপুর-১ আসন, এছাড়া ঢাকা-২০ আসনে জেএসডির প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছে।
এর বাইরে ধানের শীষ প্রতীকশূন্য সাতটি আসনে গতকাল শুক্রবার রাত পর্যন্ত অন্য কোনো প্রার্থীকে সমর্থন দেয়নি বিএনপি। আসন সাতটি হলো নাটোর-৪, রাজশাহী-৬, ঝিনাইদহ-২, ব্রাহ্মণবাড়িয়া-৪, জামালপুর-৪, দিনাজপুর-৩ ও নীলফামারী-৪।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানতে চাইলে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘১৭টি আসনে আমাদের প্রার্থী নানা কারণে বাদ পড়েছেন। এর মধ্যে তিনটিতে বিএনপির বিকল্প প্রার্থী রয়েছেন। অন্যদের সমর্থন দেওয়া হচ্ছে।
তিনি জানান, আজ আরও দু’-একটি আসনে স্থানীয় বিএনপি বিকল্প প্রার্থীকে সমর্থন দিতে পারে।
Leave a Reply