লোকালয় ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘তালিকায় কারও নাম থাকতেই পারে, কিন্তু প্রমাণ না পেলে ব্যবস্থা নিতে পারব না। তালিকায় থাকা ব্যক্তি যদি সাংসদ বা কোনো নেতা হয়, তার বিরুদ্ধে প্রমাণ থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ওই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৮৭ সালের ৪২তম অধিবেশনে পৃথিবীকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করার লক্ষ্যে প্রতিবছরের ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করে।
সংবাদ ব্রিফিংয়ে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানকে সফল বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন, ‘অভিযান যথেষ্ট পরিমাণে সাড়া জাগিয়েছে। এতে মানুষের সমর্থন রয়েছে।’
মাদকবিরোধী অভিযান চলছে ও চলবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মন্ত্রী বলেন, মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত ২২ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। কারাগারে যে আসামি আছে, তার ৪৩ শতাংশই মাদকের সঙ্গে সংশ্লিষ্ট।
মাদকের সঙ্গে সংশ্লিষ্ট সাংসদ ও প্রভাবশালী কাউকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, সাংবাদিকেরা এ তথ্য জানতে চান। মন্ত্রী এর জবাবে বলেন, ‘আমাদের কাছে যে তালিকা আছে এবং যার বিরুদ্ধে প্রমাণ আছে, তাদের আমরা গ্রেপ্তার করছি বা ব্যবস্থা নিচ্ছি।’
একরাম হত্যার তদন্তের অগ্রগতি বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বিষয়টি নিয়ে র্যাব তদন্ত করছে। আমরা শিগগিরই আপনাদের এ বিষয়ে জানাব।’
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘মাদক অপরাধীদের বিচার দ্রুত ও তাৎক্ষণিক করার জন্য সরকার মোবাইল কোর্টের মাধ্যমে বিচারের উদ্যোগ নিয়েছে। সম্প্রতি অধিদপ্তরের জন্য সার্বক্ষণিক দুজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।’
Leave a Reply