সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছাতে পূজারীদের কাছে এসেছি: এমপি মজিদ খান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছাতে পূজারীদের কাছে এসেছি: এমপি মজিদ খান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছাতে পূজারীদের কাছে এসেছি: এমপি মজিদ খান
প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছাতে পূজারীদের কাছে এসেছি: এমপি মজিদ খান

স্টাফ রিপোর্টার : বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া, ১০নং সুবিদপুর, ১নং উত্তর পূর ২নং উত্তর পশ্চিম, ৩নং দক্ষিণ পূর্ব, ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের অর্ধশত পূজামন্ডপ পরিদর্শন করেছেন বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান।
স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে বুধবার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ৬টি ইউনিয়নের প্রায় অর্ধশত পূজামন্ডপ পরিদর্শন করেছেন এমপি আব্দুল মজিদ খান। পরিদর্শন কালে প্রতিটি পূজা মন্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সকল সুবিধা নিশ্চিতের ব্যাপারে তাদের সাথে কথা বলেন এমপি আব্দুল মজিদ খান।
এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপিকে পেয়ে পূজা মন্ডপে আসা শত শত পূণ্যার্থী আবেগ আপ্লুত হয়ে পড়েন। উলু ধ্বনির মধ্যে অথিতিদের স্বাগত জানান পূণ্যার্থীরা। পূজা মন্ডপ পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও পূণ্যার্থীদের সাথে কুশল বিনিময় করেন তিনি।
পূজা মন্ডপ পরিদর্শনকালে এমপি আব্দুল মজিদ খান বলেন, গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারদীয় শুভেচ্ছা বার্তা পৌঁছানোর জন্য আমি আপনাদের কাছে এসেছি। দেবী মা দুর্গা শান্তির বার্তা ছড়িয়ে দিতে এ ধরায় পর্দাপণ করেছেন।
তিনি আরো বলেন, দেশের উন্নয়নে জাতি ধর্ম ভেদাভেদ ভূলে গিয়ে সকলকে একসাথে কাজ করতে হবে। ক্ষুধা দারিদ্রমুক্ত দেশ গঠন ও জাতির কল্যাণে শিশুদের স্কুলে পাঠাতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ ভাবে যার যার ধর্মীয় উৎসব পালন করতে পারে । আমরা দেখেছি বিএনপি সরকারের আমলে শারদীয় দুর্গাপূজা পালন না করে কালো কাপড় দিয়ে ঢেকে ঘটপূজা পালন করতে হয়েছে। দূর্গা উৎসবের পর পরই আসতেছে জাতীয় সংসদ নির্বাচন, দেশের শান্তির জন্য উন্নয়নের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ ভাবে আবারও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা কে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানান।
পূজামন্ডপ পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে ছিলেন ১নং উত্তরপূর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, ১০নং সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ৮নং খাগাউড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম, ১২নং সুজাতপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কদ্দুছ শামীম, ৯নং পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হোসেন খান বাহার, অর্থ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক আবুল হোসেন, জনাব আলী কলেজের সাবেক ভিপি শাহ নেওয়াজ ফুল মিয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, হীরেন্দ্র পুরকায়স্থ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণ দেব, সাধারণ সম্পাদক সম্পাদক মাধব রায়, উপজেলা আওয়ামী লীগ নেতা কাজল চ্যাটার্জী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরজু মিয়া, ১নং উত্তর পূর ইউনিয়নের সভাপতি ইমান উদ্দিন মেম্বার, ২নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোন্তাকিন বিশ্বাস, ৩নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমীর হোসেন নিয়াশা, ৯নং পুকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নানু মিয়া সাধারণ সম্পাদক বিশ্বজিত দাস, ১০নং সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর খা, ভারপ্রাপ্ত সম্পাদক সম্পাদক আল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, সহ সভাপতি ছায়েব আলী যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, উপজেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি আশরাফ সোহেল সাধারণসম্পাদক আবু আশফাক চৌধুরী বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ জেড এম উজ্জ্বল, সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন, শ্রমিক লীগের আহ্বায়ক মাহমুদ বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক রাশেদ আহমেদ, আব্দুল হামিদ সর্দার, হাফিজুর রহমান সর্দার, জাহেদ মেম্বার, মিজানুর রহমান মেম্বার, মোবারক মেম্বার, জব্বার মেম্বার, শাহেদ মেম্বার, অদুদ মেম্বার, আব্দুর রশিদ মেম্বার, ইউনিয়ন যুবলীগের সভাপতি আফরোজ মিয়া সাধারণ সম্পাদক আলা উদ্দিন, সভাপতি শামসুল হক আখঞ্জী, সাধারণ সম্পাদক নয়ন মনি দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মেম্বার, মোবারক মেম্বারসহ প্রায় চারশত দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com