নিজস্ব প্রতিবেদক : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব যেকোনো কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত দিতে পারতেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গমাতার ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, যেকোনো কঠিন পরিস্থিতিতে আমার মায়ের সঠিক সিদ্ধান্ত দেয়ার অসীম ক্ষমতা ছিল। তার নেয়া সময়ের সঠিক সিদ্ধান্তের আলোকেই বাংলাদেশ তার লক্ষ্যের দিকে এগিয়ে যায়, অর্জিত হয় স্বাধীনতা।
এসময় প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, আগরতলা ষড়যন্ত্র মামলাসহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনায় বঙ্গমাতার গৃহীত সাহসী ও সঠিক সিদ্ধান্তের কথা উল্লেখ করেন।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতার বড় সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, দেশের স্বাধীনতার জন্য বঙ্গমাতার ত্যাগ ছিল অপরিসীম।
প্রধানমন্ত্রী আরো বলেন, পরাজিত শক্তি, পাকিস্তানি দখলদারদের সহযোগী ও বিশ্বাসঘাতকরা কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা চায়নি। দেশের সাথে বেঈমানি করা বিশ্বাসঘাতকরা এ দেশেই বাস করছিল। তারাই ১৫ আগস্টের ঘটনা ঘটায়। আমার মাকেও তারা রেহাই দেয়নি।
শেখ হাসিনা এসময় বলেন, বাবার নেতৃত্বের পেছনে মূল চালিকা শক্তি ছিলেন অামার মা বেগম ফজিলাতুন্নেসা। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু হয়ে উঠতে উৎসাহ, শক্তি এবং সাহস দিয়েছিলেন আমার মা।
পরে অনুষ্ঠানে বঙ্গমাতার ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী মেহের অাফরোজ চুমকি। সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এসময় আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য রেবেকা মোমেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম।
এদিকে বঙ্গমাতার জন্ম বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে ছিল- বনানী কবরস্থানে শহীদ ফজিলাতুন্নেসার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। এছাড়া কোরানখানি, মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়া দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। এদিন একটি বিশেষ স্মরণিকাও প্রকাশ করা হবে।
১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ফজিলাতুন্নেসা মুজিবের জন্ম। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালোরাতে তিনি জাতির জনকের হত্যাকারীদের হাতে নির্মমভাবে নিহত হন।
Leave a Reply