বিনোদন ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান টেলি সামাদ। এ অভিনেতার উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চাইলেন টেলি সমাদের স্ত্রী রেখা সামাদ।
আজ রবিবার দুপুরে রেখা সামাদ বলেন, ‘এখনো তার শারীরিক অবস্থা ভালো না। খুবই খারাপ। প্রথমে স্কয়ার হাসপাতালে তার চিকিৎসা চলেছে। কিন্তু স্কয়ার হাসপাতালের চিকিৎসা অনেক ব্যয়বহুল। তাই আর পারছিলাম না। তাছাড়া চিকিৎসকরা বলছিলেন, আমাদের এখানকার চিকিৎসা শেষ। তারপর পিজি হাসপাতালে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) ভর্তি করেছি। এখন প্রধানমন্ত্রী যদি সুদৃষ্টি দিতেন, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তবে আমাদের জন্য খুব ভালো হতো।’
প্রধানমন্ত্রীর সহযোগিতার জন্য যোগাযোগ করেছেন কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না, আমরা কারো সঙ্গে যোগাযোগ করিনি। ঠিক কার সঙ্গে যোগাযোগ করলে এ খবর প্রধানমন্ত্রী জানতে পারবেন তাও ঠিক বুঝতে পারছি না।’
টেলি সামাদের শারীরিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘পিজি হাসপাতালে দুই দিন কেবিনে থাকার পর শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে যায়। তারপর আইসিইউতে নেওয়া হয়। বলতে গেলে তিনি এখন কিছুই খেতে পারছেন না। আপনারা সবাই দোয়া করবেন।’
এ অভিনেতার বুকে ইনফেকশন আছে এবং রক্তের প্লাটিলেট কমে গিয়েছে বলে জানা গেছে।
অসুস্থ হয়ে পড়লে গত ৪ ডিসেম্বর নগরীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় টেলি সামাদকে। ৬ ডিসেম্বর তাকে আইসিইউতে নেওয়া হয়। তারপর দুই দিন কোনো কথা বলতে পারেননি তিনি। রক্ত দেওয়ার পর সেখানে অনেকটা সুস্থ বোধ করেছিলেন তিনি। পরবর্তীতে আবারো শারীরিক অবস্থার অবণতি হয়। সেখানে দুই সপ্তাহের বেশি সময় চিকিৎসা চলে। এরপর ভর্তি করা হয় পিজি হাসপাতালে।
২০১৭ সালে যুক্তরাষ্ট্রে টেলি সামাদের বাইপাস সার্জারি করা হয়। ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর তিনি কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরেন। কিন্তু দেশে আসার পর অক্টোবর ও নভেম্বরে দুই দফা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। তখন তার বাম পায়ের বৃদ্ধাঙ্গুলিতে অস্ত্রোপচার করা হয়েছিল।
সত্তর ও আশির দশকের শক্তিমান এ অভিনেতার প্রকৃত নাম আবদুস সামাদ। প্রচণ্ড প্রতিভার অধিকারী হওয়ায় তাকে টেলি উপাধি দেওয়া হয়। মুন্সীগঞ্জের ছেলে টেলি সামাদ। শুধু অভিনয় নয়, গান ও ছবি আঁকাতেও রয়েছে তার সমান পারদর্শিতা। ১৯৭৩ সালে নজরুল ইসলামের নির্মিত ‘কার বৌ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপরে পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। পঞ্চাশের অধিক চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
Leave a Reply