লোকালয় ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ তিনজনের বিরুদ্ধে একটি উকিল নোটিশ পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্য দুইজন হলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন।
২৩ এপ্রিল, সোমবার দুপুরে সরকারি ডাকযোগে নোটিশটি পাঠান তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন—এমন মন্তব্য করায় উকিল নোটিশটি পাঠানো হয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে। এই মন্তব্যের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করে কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন।
এ বিষয়ে আইনজীবী কায়সার কামাল বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া তার বক্তব্যটি প্রত্যাহার করতে বলা হয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে।’
আগামী ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে প্রতিমন্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আইনে আলাদা আলাদাভাবে মামলা করা হবে বলে জানিয়েছেন কায়সার কামাল।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ২১ এপ্রিল যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে সবুজ পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন তারেক রহমান।’
প্রশ্ন তুলে শাহরিয়ার আলম বলেন, ‘সেই তারেক রহমান কীভাবে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই বক্তব্য দৈনিক কালের কন্ঠ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত হয়।
উল্লেখ্য, দীর্ঘ ৯ বছর ধরে রাজনৈতিক আশ্রয়ে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান।
Leave a Reply