বার্তা ডেস্কঃ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সঙ্গে প্রতারণা করে টাকা হাতানোর অভিযোগে এক নাইজেরিয়ার নাগরিককে আটক করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, হবিগঞ্জ জেলার মাধবপুরের হাইওয়ে ইন রেস্তোরাঁ থেকে আগের রাতে ডনাটাস ইমিকা অনিজিউয়া নামে ৩৮ বছর বয়সী ওই নাইজেরিয়ান নাগরিককে তারা আটক করেন।
তিনি ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে অবৈধভাবে বসবাস করছিলেন বলে পুলিশ জানায়।
পুলিশ কমিশনার পরিতোষ বলেন, যুক্তরাষ্ট্রে একটি সেমিনারে নিয়ে যাওয়ার কথা বলে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ফারুক মিয়ার কাছ থেকে গত ১৪ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত ৫ হাজার ৬০৮ মার্কিন ডলার নেন ডনাটাস।
পরে ওই শিক্ষক প্রতারণার বিষয়টি টের পেয়ে থানায় অভিযোগ করলে পুলিশ ডনাটাসকে আটক করে।
পুলিশ কমিশনার আরও জানান, তার কাছ থেকে দুইটি নাইজেরিয় পাসপোর্ট, এক লাখ তিন হাজার ১১৫ টাকা, ৫০০ মার্কিন ডলার, দুটি মোবাইল ফোন এবং একটি জাল নোট তৈরির ডিজিটাল বক্স উদ্ধার করা হয়েছে।
Leave a Reply