আন্তর্জাতিক ডেস্ক : ক্রাইস্টচার্চে মসজিদে হামলার পর ভাইরাল হওয়া ভিডিও সরিয়ে ফেলছে ফেসবুক কর্তৃপক্ষ। এরই মধ্যে প্রায় ১৫ লাখ ভিডিও সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটি।
একই সঙ্গে ফেসবুক থেকে ওই ঘটনার ভিডিও পুরোপুরি সরিয়ে ফেলতে বদ্ধপরিকর তারা। রবিবার এক টুইট বার্তায় ফেসবুক কর্তৃপক্ষ এই কথা জানায়।
ফেসবুক নিউজিল্যান্ডের কর্মকর্তা মিয়া গারলিক বলেছেন, আমরা ওই ভিডিও সরিয়ে ফেলতে প্রতিনিয়ত কাজ করে চলেছি।
প্রসঙ্গত, শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে শ্বেতাঙ্গ সন্ত্রাসের বলি হন ৫০ জন মানুষ। এছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত ৫০ জন।
Leave a Reply