বিনোদন ডেস্ক- পরীক্ষার ফল নিয়ে ভুল তথ্য দেয়ার জন্য ক্ষমা চাইলেন পোড়ামন-২ ও দহন সিনেমার নায়িকা পূজা চেরি রায়।
সামাজিক যোগযোগের মাধ্যম ফেসবুকে ৭ মে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার পরে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন।
পূজা চেরি লিখেছেন, ‘আসলে আমি দুঃখিত। আমাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। তখন অ্যাডমিট কার্ড হাতে না থাকার কারণে আমি নিজে জানতে পারিনি। আমাকে যে তথ্যটি দিয়েছে, সে নিজে আমাকে সরি বলেছে। আমি আসলে ইচ্ছা করে ভুল তথ্য দিতে চাইনি।’
পূজা আরো জানিয়েছেন, আমি আসলেই দুঃখিত। সবাই আমার ওপর আশির্বাদ রাখবেন, যাতে আমি পরবর্তীতে আরো ভালো করতে পারি। এটাই আমার চাওয়া।
এবার মাধ্যমিক পরীক্ষায় ৪.৩৩ পাওয়ার কথা বিভিন্ন গণমাধ্যমকে জানালেও আসলে তিনি ৩.৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুলের বাণিজ্য বিভাগ থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশ নেন পূজা।
রেজাল্ট পাওয়ার পর সোমবার দুপুরে তিনি গণমাধ্যমকে জানান, ৪.৩৩ পেয়ে এ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, শুটিংয়ের কারণে পড়াশোনায় তেমন মনোনিবেশ করতে পারিনি। তাই রেজাল্টের আগে বেশ ভয়ে ছিলাম। তবে শুটিংয়ের পরও পরীক্ষা দিতে পেরেছি বলে এই রেজাল্টেই আমি খুশি। পরিবারের মুখে হাসি ফোটাতে পেরে ভালো লাগছে।
কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে পূজার রেজাল্ট নিয়ে আলোচনা শুরু হয়। পূজা গণমাধ্যমকে তার রেজাল্ট নিয়ে ভুল তথ্য দিয়েছেন বলে অনেকে অভিযোগ করেন। তিনি ৪.৩৩ নয়, ৩.৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
Leave a Reply