সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
পরিত্যক্ত কূপে ১৭ তলা অত্যাধুনিক হোটেল!

পরিত্যক্ত কূপে ১৭ তলা অত্যাধুনিক হোটেল!

পরিত্যক্ত কূপে ১৭ তলা অত্যাধুনিক হোটেল!
পরিত্যক্ত কূপে ১৭ তলা অত্যাধুনিক হোটেল!

লোকালয় ডেস্কঃ নিত্যনতুন স্থাপনা নির্মাণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে চীন। একটি অব্যবহৃত বিশালাকার কূপের মধ্যে ১৭ তলা অত্যাধুনিক হোটেল নির্মাণ করে দেশটি আবারও তাক লাগিয়ে দিয়েছে।

এফপির প্রতিবেদন থেকে জানা যায়, ১৫ নভেম্বর, বৃহস্পতিবার ওই হোটেলটি উদ্বোধন করা হয়েছে। ২০১৩ সালে এর নির্মাণ শুরু হয়।

হোটেলটির নির্মাণের দায়িত্বে ছিল চীনের অন্যতম বৃহৎ রিয়েল এস্টেট কোম্পানি শিমাও প্রোপার্টি। শিমাওর প্রধান প্রকৌশলী চেন জিয়াওজিয়াং এএফপিকে বলেন, ‘এটি এমন এক প্রকল্প, যা আমাদের জন্য একেবারেই নতুন ছিল। এ ধরনের কাজ আমরা আগে করিনি। ফলে নির্মাণের ক্ষেত্রে যেসব বাধা এসেছে তা মোকাবিলায় আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না। কারো কাছ থেকেও কিছু শিখতে পারিনি।’

চেনের মতে, ২০১৩ সালে যখন তারা এই ইমারতের কাজ শুরু করেছিল তখনই বড় বাধার মুখে পড়তে হয়েছিল। ভারী বর্ষণের ফলে পাশের নদীর পানি খাদের ভেতরে ঢুকে পড়ে। এতে অর্ধেক খাদ টইটম্বুর হয়ে যায়। তিনি বলেন, ‘যদি নির্মাণ শেষে এমন কিছু ঘটত তাহলে ভয়ঙ্কর ব্যাপার হতো। ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করার জন্য খাদের চারদিকে বাঁধ নির্মাণ করা হয়েছে। পানির বৃদ্ধি ঠেকাতে সেচব্যবস্থাও নির্মাণ করা হয়েছে।’

হোটেলটির নির্মাণের সঙ্গে জড়িত ব্রিটিশ স্থপতি মার্টিন জসম্যান বলেন, ‘এই প্রকল্প শুরু হয় এক যুগ আগে। শুরু থেকেই আমি এর সঙ্গে যুক্ত ছিলাম। এটি নির্মাণের ধারণা ছিল সম্পূর্ণ নতুন। আমি কখনো বিশ্বাস হারাইনি। বিশ্বাস ছিল একদিন এর শুভ সমাপ্তি ঘটবেই। এখন আমি উত্তেজিত ও বিস্মিত।’

প্রতিবেদন থেকে আরও জানা যায়, হোটেলটি তৈরি করা হয়েছে জলপ্রপাতের পরিত্যক্ত একটি কূপে। দীর্ঘদিন ধরে এই কূপ পরিত্যক্ত অবস্থায় ছিল। হোটেলটির একটি দিক জলপ্রপাতের একটি দেওয়ালে গাঁথা আর অপর দিক জলপ্রপাতের দিকে উন্মুক্ত। সাংহাই থেকে সড়কপথে প্রায় এক ঘণ্টায় পৌঁছানো যাবে হোটেলটিতে। ৩৩৬টি রুমের ১৭ তলা হোটেলটি ৮৮ মিটার (২৯০ ফুট) গভীর এবং থিম পার্ক সমন্বিত। এর নির্মাণে খরচ হয়েছে ২৮৮ মিলিয়ন ডলার। আর থাকতে হলে খরচ পড়বে সর্বনিম্ন ৩,৩৯৪ ইউয়ান (৪৯০ ডলার)।

হোটেলটির একটি স্যুইট জলস্তরের নিচে অবস্থিত। জলপ্রপাত এই হোটেলের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলোর একটি। অ্যাডভেঞ্চারপ্রেমী অতিথিরা এখানে পাথরের পর্বত আরোহণের সুযোগ পাবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com