পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ফ্ল্যাট নির্মাণ প্রকল্পে তাদের কাছ থেকে ভাড়া না নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে রক্ষণাবেক্ষণের জন্য সামান্য অর্থ নেওয়ার কথা বলেছেন তিনি। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরিচ্ছন্নতাকর্মীদের জন্য দেশের ৬৬ পৌরসভায় আবাসিক ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এসব ভবন নির্মাণের পর কর্মীদের কাছ থেকে ভাড়া নিতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ একনেকে পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণসংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে এক হাজার ১৪২ কোটি টাকা। পুরো টাকাই সরকারি কোষাগার থেকে জোগান দেওয়া হবে। দেশের আট বিভাগের ৫৯ জেলার ৬৬ পৌরসভায় মোট তিন হাজার ৪০টি ফ্ল্যাট নির্মাণ করা হবে।
একনেক সভায় প্রস্তাবটি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তুলে ধরা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এত দিন পরিচ্ছন্নতাকর্মীদের কোনো নাগরিক সুবিধা ছিল না। তাদের জন্য যেসব ফ্ল্যাট করা হবে, সেখান থেকে ভাড়া আদায় করা যাবে না।’
তখন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘ফ্ল্যাট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য টাকার প্রয়োজন হবে। তখন প্রধানমন্ত্রী ন্যূনতম টাকা নেওয়ার কথা বলেন।’ একই সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীদের পরবর্তী সব প্রজন্মকে এ পেশায় অগ্রাধিকার দেওয়ার কথা বলেন তিনি।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমসহ অন্য সচিবেরা উপস্থিত ছিলেন।
একনেক সভায় সাত হাজার ৫৮৯ কোটি টাকা ব্যয়ে মোট আটটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
Leave a Reply