পটুয়াখালী প্রতিনিধি- পটুয়াখালীর বাউফলে চাঞ্চল্যকর নিজ কন্যা শিশু হত্যা মামলার পলাতক আসামি বাবা হানিফ হাওলাদারকে গ্রেফতার করেছে র্যাব-৮।
সোমবার (২০ জানুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাউফলের কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৮ পটুয়াখালীর ক্যাম্প অধিনায়ক রইছ উদ্দিন জানান, ২০১৭ সালের ১৬ আগস্ট নিজ বাড়িতে রাতে ১৩ মাস বয়সী শিশু কন্যা হাফিজা আক্তার তিশাকে গলাটিপে হত্যা করে বাবা হানিফ হাওলাদার। এ ঘটনায় স্বামী হানিফ হাওলাদারকে আসামী করে বাউফল থানায় শিশুটির মা একটি হত্যা মামলা দায়ের করেন। পরে হানিফ দীর্ঘদিন পলাতক ছিল।
এদিকে চাঞ্চল্যকর এ হত্যা মামলাটি সিআইডিতে তদন্তাধীন ছিল। দীর্ঘদিনে তারা আসামীকে ধরতে না পাড়ায় র্যাবের সহায়তা চাইলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হানিফকে গ্রেফতার করে সিআইডিকে হস্তান্তর করা হয়।
Leave a Reply