স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ শহরতলীর উমেদনগরে নির্বাচনী সভা করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পরিচ্ছন্ন রাজনীতিবিদ মশিউর রহমান শামীম। গতকাল মঙ্গলবার রাত ৮ টায় উমেদনগর সরকারী পুকুর পাড় বেলতলী মাঠে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। বার সর্দার হাজী সোনার মিয়ার সভাপতিত্বে ও জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল মালেক-এর পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান শামীম বলেন, ‘সময় এখন পরিবর্তনের, আওয়ামীলীগের নেতৃত্বে দেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। নৌকায় ভোট দিয়ে উন্নয়নের সুযোগ কাজে লাগাতে হবে। উপজেলাকে আধুনিক এলাকা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। জননেত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী। তিনি খোজ-খবর নিয়েই আমাকে নৌকা মার্কা দিয়েছেন। আপনারা শেখ হাসিনার নৌকাকে নির্বাচিত করুন। আপনাদের ভোট এবং সহযোগিতায় আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে সঠিক নেতৃত্বের মাধ্যমে সাধারন মানুষের সেবায় নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। আপনাদের পাশে থেকে উপজেলা বাসীর সেবা করার সুযোগ দিন’ সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক মোঃ মর্তুজ আলী, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, বিশিষ্ট মুরুব্বী হাবিবুর রহমান নীরু, হাজী বজলুর রহমান সজলু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুস শহীদ, বিশিষ্ট মুরুব্বী নানু লন্ডনী, সাবেক বনকর্তা বিশিষ্ট মুরুব্বী আকবর হোসেন, জেলা মৎসজীবি লীগের ভারপ্রাপ্ত সভাপতি রমিজ আলী, মুরুব্বী আব্দুল মতিন, মুরুব্বী মুতি মিয়া, আব্দুর রেজ্জাক প্রমূখ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন যুব নেতা আজমান মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, হবিগঞ্জ পৌর অটোরিক্সা মালিক সমিতির সভাপতি লিলু মিয়া, সাধারণ সম্পাদক আকিকুল ইসলাম আলমগীর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর ইসলাম, মাহবুবুর রহমান মোহন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক আজিজ, খালেক মিয়া, হারুন মিয়া, ছাত্রলীগ নেতা সাইদুর, বুলবুল, নিহার, সবুজ, সাগর, সাব্বির, সোহান, ফরহাদ, তোফাজ্জুল ও রওশনসহ এলাকার বিশিষ্ট মুরুব্বীয়ান ও আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ। এর আগে মশিউর রহমান শামীম বিকেল ৪ টায় গোপায়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বর্ধিত সভা, উপজেলার হাতিরথান, ধোপাখাল, কটিয়াদি, নতুন বাজার ও বৈদ্যার বাজারে গনসংযোগ শেষে পথসভা করেন।
Leave a Reply