ইসলাম: নামাজ প্রত্যেক মুমিন বান্দার জন্য মিরাজস্বরূপ। মানুষ দৈনিক পাঁচবার আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হন এই নামাজের মাধ্যমেই। নামাজে মানুষ না জানার কারণে অথবা অনেকে মনের ভুলে এমন অনেক কাজ করেন, যা থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি।
নামাজে একজন মুসল্লির বিরত থাকার বিষয়সমূহ:
(১) নামাজের সময় একজন নামাজি ব্যক্তির জন্য এদিক-ওদিক তাকানো নিষেধ। তবে বিশেষ বিপদ বা প্রয়োজনে তাকানো যাবে।
(২) নামাজ পড়ার সময় মুখ মণ্ডল ঢেকে রাখা ও দুই চোখ বন্ধ করা যাবে না।
(৩) নামাজে দুই পায়ের পাতা খাড়া করে উরুর ওপর ভর দিয়ে বসা যাবে না। যা দেখতে অনেকটা কুকুরের বসার মতো দেখা যায়।
(৪) প্রয়োজন ছাড়া নামাজের ভেতর নড়াচড়া ও অনর্থক কাজ করা যাবে না।
(৫) নামাজ পড়ার সময় কোমরে হাত রাখা বা কোমরে ভর দেয়া যাবে না।
(৫) যে জিনিস দৃষ্টিতে আসলে নামাজের বিঘ্ন ঘটে বা অন্যমনষ্ক করে দেয়; নামাজের সময় এমন জিনিসের দিকে দৃষ্টি দেয়া যাবে না।
(৬) সিজদা দেওয়ার সময় উভয় হাতকে বিছিয়ে দেয়া যাবে না। অর্থাৎ হাতের তালু থেকে শুরু করে কনুই পর্যন্ত বিছিয়ে সিজদা করা যাবে না।
(৭) প্রসাব বা পায়খানার বেগ থাকলে তা আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে না।
(৮) নামাজের পূর্ব মূহুর্তে খানা হাজির হলে, খাওয়ার ইচ্ছা থাকলে এবং নামাজের পূর্বে খাবার খেয়ে নেয়ার সুযোগ থাকলে তা খেয়ে নামাজ আদায় করা যাবে।
(৯) নামাজ আদায় করার সময় লুঙ্গি, পায়জামা অথবা প্যান্ট ইত্যাদি টাখনুর নিচে ঝুলিয়ে রাখা যাবে না।
(১০) নামাজে মখুমণ্ডল বা নাক ঢেকে রাখা যাবে না। অনুরূপভাবে চুল বা কাপড় জমা করে রাখা যাবে না।
(১১) নামাজের ভেতর ইচ্ছাকৃতভাবে হাই উঠানো যাবে না।
(১২) নামাজের সময় মসজিদে থুথু ফেলা অত্যন্ত নিন্দনীয় কাজ। তাই এ রকমটা কখনই করা যাবে না।
(১৩) নামাজরত অবস্থায় কিবলার দিকে থুথু ফেলা যাবে না। এমনকি নামাজের বাইরেও ইহা নাজায়েজ।
Leave a Reply