নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার ও ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দিতে মাদকাসক্ত তুহিন নামের এক যুবককের অতর্কিত সন্ত্রাসী হামলায় ও রামদার বেধড়ক কুপে এনটিভি নবীগঞ্জ প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু (২৮) গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় লেকজন উদ্ধার করে সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যা অনুমান ৭টার দিকে
হামলাকারী মাদকাসক্ত যুবক আউশকান্দি ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের ফুরুক মিয়ার পুত্র তুহিন মিয়া (২৬)কে তুহিনের আত্মীয় স্বজন আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছেন। জানাযায়, এনটিভি নবীগঞ্জ প্রতিনিধি
সাংবাদিক মুহিবুর রহমান চৌধুরী তছনু এর মালিকানাধীন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত কোড নং
(৬৩০৫২)আউশকান্দি কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রতে প্রায় দিনই ওই হামলাকারী যুবক গিয়ে নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি করতো। তুহিনের এই আচরনের বিচার তার পরিবারের লোকজনের নিকট দেওয়ার কারণে এরই জেরধরে সন্ত্রাসী প্রকৃতির নেশাগ্রস্ত যুবক গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে সাংবাদিক তছনৃ চৌধুরীর ব্যবসা প্রতিষ্টানে গিয়ে প্রথমে হামলা চালায়। এমনকি রামদা দিয়ে কুপিয়ে দরজা ও জানালার মধ্যে আঘাত করে আতংক সৃস্টি করে।
তবে এসময় সাংবাদিক তছনু চৌধুরী তার অফিসে ছিলেননা। তিনি একটি ইফতার পার্টি থেকে মোটর সাইকেল যোগে অফিসের নিকট শাহজালাল হার্ডওয়ার ওর সামনে এসে মোটর বাইক ব্রেক করা মাত্রই পূর্ব পরিকল্পিত অনুযায়ী সন্ত্রাসী যুবক তুহিন একটি রামদা হাতে নিয়ে ফিল্মি ষ্টাইলে সাংবাদিক মুহিবুর রহমান চৌধুরী তছনুর উপড় এলোপাতারি কুপ মারতে থাকে, তখন প্রাণের ভয়ে তছনু চৌধুরী এদিক সেদিক ছুটাছুটি করেও তার কবল থেকে রক্ষা পাননি। ধারালো অস্ত্র রামদার আঘাতে তার কোমড়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত প্রাপ্ত হন। তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তার অবস্থার বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে এঘটনার সংবাদ পেয়ে নবীগঞ্জ থানার ওসির নির্দেশে এস,আই মাজহারুল ইসলাম একদল পুলিশ নিয়ে হামলাকারী যুবক তুহিনকে তাদের বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যান। এঘটনায় এলাকায় তুলপাড় সৃস্টি হয়েছে। অপরদিকে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে নবীগঞ্জের সকল সাংবাদিকবৃন্দ হামলাকারী সন্ত্রাসীর কঠোর শাস্তি দাবী করেন।
প্রেরকঃ এম,মুজিবুর রহমান,নবীগঞ্জ, হবিগঞ্জ
Leave a Reply