নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জয়নগরে ট্রাকচাপায় জীবন সরকার (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
বুধবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জীবন সরকার ওই এলাকার রতিশ সরকারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে শিশুটি বাড়ির রাস্তায় খেলা করছিল। এ সময় একটি ট্রাক পার্কিং করার জন্য পেছন দিকে ব্রেক করলে শিশুটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, এ ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়নি।
Leave a Reply