সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
নবীগঞ্জের মানুষ গড়ার কারিগর আব্দুল কাইয়ুম আজাদ আর নেই

নবীগঞ্জের মানুষ গড়ার কারিগর আব্দুল কাইয়ুম আজাদ আর নেই

নবীগঞ্জে মানবতার সেবক ও মানুষ গড়ার কারিগর আব্দুল কাইয়ুম আজাদ আর নেই
নবীগঞ্জে মানবতার সেবক ও মানুষ গড়ার কারিগর আব্দুল কাইয়ুম আজাদ আর নেই

আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জের প্রবীণ সাংবাদিক, মানবতার সেবক এবং মানুষ গড়ার কারিগর অবসরপ্রাপ্ত প্রাইমারী স্কুল শিক্ষক আব্দুল কাইয়ুম আজাদ আর নেই ( ইন্নালিল্লাহি- – – রাজিউন)। গতকাল মঙ্গলবার বিকাল ৩.১০ টায় নিজ বাড়ি উপজেলার হালিতলা বারৈকান্দি গ্রামে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। ব্যক্তিগত জীবনে ১ কন্যা সন্তান মারা যাওয়ায় একমাত্র স্ত্রী, আত্মীয় স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার সকাল ১০.১৫ ঘটিকায় হালিতলা গ্রামের জামে মসজিদের মাঠে জানাযার নামাজ অনুষ্টিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। সাংবাদিক আব্দুল কাইয়ুম আজাদের মৃত্যুতে সাংবাদিকনেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। শিক্ষকতার পাশাপাশি আব্দুল কাইয়ুম আজাদ সাংবাদিকতার মহান পেশায় জড়িত ছিলেন দীর্ঘকাল। তার মৃত্যুর খবর পেয়ে গ্রামের বাড়িতে ছুটে যান নবীগঞ্জের সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নবীগঞ্জ প্রেস কøাবের প্রতিষ্টাতা সভাপতি প্রবীন সাংবাদিক মছদ্দর আলী, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আলাউর রহমান, আনোয়ার হোসেন মিঠু, সাইফুল জাহান চৌধুরী, এটিএম সালাম, সাংবাদিক মোঃ আবু তালেব, দৈনিক হবিগঞ্জ সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, মুরাদ আহমদ, মাওলানা আব্দুর রকীব হক্কানী, এস এম আমীর হামজা প্রমুখ।

নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা গ্রামে এক সভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪১ সালের ১৭ সেপ্টেম্বর জন্ম গ্রহন করেন। তার পিতা মরহুম আব্দুল কাদিরও পেশায় শিক্ষক ছিলেন। মাতা মরহুমা হেলিমা বিবি ছিলেন গৃহীনি। স্বাধীনতার পুর্বে মরহুম আব্দুল কাইয়ুম আজাদ প্রাইমারী শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন। শিক্ষকতা পেশা জীবনে স্কুলে অনুপস্থিতি বা দায়িত্বে অবহেলা বা দুর্ণীতির কোন অভিযোগ তার গায়ে আচর করতে পারেনি। সদা হাস্যজ্জ্বল ও সাদা মনের অধিকারী আব্দুল কাইয়ুম আজাদ শিক্ষকতার পাশাপাশি ১৯৬৮ ইং সালে সিলেটের তৎকালীন সাপ্তাহিক দেশবার্তা পত্রিকায় লেখনির মাধ্যমে সাংবাদিকতার মহান পেশায় নিজেকে জড়ান। ১৯৭৩ সালে সিলেটস্থ সাপ্তাহিক জনশক্তি পত্রিকায় এবং ১৯৭৪ সালে ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রাচ্য বার্তায় কাজ করেন। ১৯৯২ সালে জাতীয় পত্রিকা দেশ বাংলায় নবীগঞ্জ উপজেলা ও হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ঢাকা মেইল, সাপ্তাহিক অপরাধ চিত্র, দৈনিক সমাচারসহ অসংখ্য স্থানীয় ও জাতীয় পত্রিকায় সফলতার সাথে কাজ করেছেন। মানবতার সেবার প্রতীক কাইয়ুম আজাদ সর্বশেষ মৃত্যুর পুর্ব পর্যন্ত দৈনিক এশিয়া পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত অন্যায়ের কাছে মাথা নত করেননি শিক্ষক আব্দুল কাইয়ুম আজাদ। তিনি হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সদস্য এবং নবীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্টাতার পাশাপাশি সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অন্যানের প্রতিবাদ করতে গিয়ে ১৯৮৪ইং সাল থেকে তার বেতন-ভাতাদি আটকে রেখেছিলেন তৎকালীন নবীগঞ্জ শিক্ষা অফিসার। তিনি ওই ঢালাও বদলীর প্রতিবাদ করার কারনে কর্তৃপক্ষ তার বেতন ভাতাদি আটকে রেখেছিল। কিন্তু সহকর্মীরাসহ অনেকে বলার পরও অন্যায়ের কাছে মাথা নত না করে আইনী লড়াইয়ের মাধ্যমে এবং প্রয়াত অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়ার সহযোগিতায় এককালীন বেতন ভাতা দিতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ। আর্ত মানবেতার সেবায় জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত কাজ করেছেন। এদিকে নবীগঞ্জের প্রবীন সাংবাদিক আব্দুল কাইয়ুম আজাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, সময় পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল) আসনের এমপি এম.এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ শাবান মিয়া, সাবেক সভাপতি মনসুর উদ্দিন ইকবাল, ফজলুর রহমান, হারুনুর রশীদ, সাধারন সম্পাদক রাসেল চৌধুরী, জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, আব্দুল মালিক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এস আর চৌধুরী সেলিম, ফখরুল আহসান চৌধুরী, মোহাম্মদ আলাউর রহমান, আনোয়ার হোসেন মিঠু, সাইফুল জাহান চৌধুরী, এটিএম সালাম, এমএ আহমদ আজাদ, দৈনিক হবিগঞ্জের সময়ের সম্পাদক মোঃ আলাউদ্দিন, দৈনিক বিবিয়ানার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক এমএ বাছিত, শাহ সুলতান আহমদ, শাহ মিলাদুর আবেদ, শাহ মিজানুর রহমান, আলমগীর মিয়া, উত্তম কুমার পাল হিমেল, কিবরিয়া চৌধুরী, সরওয়ার শিকদার, সলিল বরণ দাশ, সাংবাদিক কালীপদ ভট্রাচার্য্য, সুবিনয় রায় বাপ্পি, দৈনিক হবিগঞ্জের সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, মুরাদ আহমদ, আশাইদ আলী আশা, এমএ মুজিবুর রহমান, আকিকুর রহমান সেলিম, মতিউর রহমান মুন্না, মাওলানা আব্দুর রকীব হক্কানী, আলী হাছান লিটন, মোজাহিদ চৌধুরী, এস এম আমীর হামজা, সুমন আলী খাঁন প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com