লোকালয় ডেস্কঃ দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মের মানবিক গুণাবলির অধিকারী হতে হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি বলেছেন, ‘সমাজ বিনির্মাণের জন্য প্রতিটি প্রজন্মকে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মের চিন্তাচেতনা যদি আধুনিক না হয়, তাদের ভেতরে যদি মানবিকতা না থাকে, তাহলে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। তাই দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তাদের মানবিক গুণ অর্জন করতে হবে।’
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) নাছিরাবাদ স্কুল মাঠে আয়োজিত মানবিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের জনপ্রিয় পত্রিকা দৈনিক পূর্বকোণের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি ছিলেন।
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘মানবিক মেলা সম্পূর্ণ একটি নতুন ফরমেট। পূর্বকোণ সবসময় ব্যতিক্রমী কাজ করতে চায়। এ প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত যারা, তাদের ভেতরে সৃজনশীলতা রয়েছে। তারা সবসময় ভিন্নভাবে চিন্তাভাবনা করে সমাজকে এগিয়ে নিতে চায়।’
Leave a Reply