লোকালয় ডেস্কঃ কর আদায়ে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের ফলে দেশে বর্তমান করদাতার সংখ্যা ৩৩ লাখ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
৩ জুলাই, মঙ্গলবার জাতীয় সংসদে খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের সময় দেশে করদাতার সংখ্যা ছিল ৭ লাখ, এখন করদাতার সংখ্যা বেড়ে ৩৩ লাখে উন্নীত হয়েছে। এদের বেশির ভাগই নতুন প্রজন্মের করদাতা।
নতুন প্রজন্মের মাঝে কর প্রদানের হার ও উৎসাহ অনেক বেড়েছে। সরকারের নানামুখী পদক্ষেপে করদাতা ও কর আদায়ের হার কয়েক গুণ বেড়েছে।’
মুহিত আরও বলেন, ‘সরকারের করবান্ধব বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে জনগণের মধ্যে আগে যে করভীতি ছিল তা কেটে গেছে। মানুষ এখন স্বাচ্ছন্দে কোনো ধরনের ঝামেলাহীনভাবে কর আদায় করে থাকে।’
Leave a Reply