নিজস্ব প্রতিবেদক : সৌদি এয়ারলাইন্সের দুই নারী ক্রুর কাছ থেকে ৩৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে।
রোববার দিবাগত রাত ২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সায়মা আক্তার ও ফারজানা আফরোজ।
সোমবার ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।
আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, সায়মা আক্তারের কাছ থেকে ২৬টি স্বর্ণের বার ও ফারজানা আফরোজের কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তারা অন্তর্বাসে লুকিয়ে স্বর্ণের বারগুলো বহণ করছিলেন।
রোববার দিবাগত রাত ২টার দিকে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সন্দেহ হলে কাস্টমস কর্তৃপক্ষ বিমানবন্দর এপিবিএনের সহায়তায় ওই দুই নারী ক্রুকে আটক করে তল্লাশি করা হয়।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply