লোকালয় ডেস্ক: ভাগ্য যে কখন কার দিকে মুখ তুলে তাকায় সেটা বলা কঠিন। সুতরাং আজ ঢিল ছুড়লে দুদিন পর যে আপনাকে পাটকেলটি খেতে হবে না- এর কোনো গ্যারান্টি নেই। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকোকে হারানোর পর ব্যাঙ্গাত্মক মন্তব্য করে ছিলেন ব্রাজিল সুপারস্টার নেইমার। এবার কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পর পাল্টা বিদ্রুপ হজম করতে হলো এই পিএসজি তারকাকে।
গত ২ জুলাই সামারা এরেনায় ২-০ গোলে মেক্সিকোর বিদায় নিশ্চিত করে ব্রাজিল। সে ম্যাচে একটি গোল করার পাশাপাশি অন্যটিতে অবদান রাখেন নেইমার। ম্যাচ শেষে নেইমার বলেছিলেন, ‘তারা বড্ড বেশি কথা বলছিল। আর এখন তারা বাড়ি যাচ্ছে।’
নিঃসন্দেহে নেইমারের এই বক্তব্যে মেক্সিকানদের গায়ে জ্বালা ধরে গিয়েছিল। জ্বালাটা সম্ভবত একটু বেশিই অনুভব করেছিলেন মেক্সিকোর মিডফিল্ডার আদ্রেয়াস গুয়ার্দাদো। এবার কোয়ার্টার ফাইনালের মঞ্চে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের বিদায়ের পর নেইমারকে উদ্দেশ্য করে ইনস্টাগ্রামে গুয়ার্দাদো লিখেন, ‘আর এখন কে বাড়ি যাচ্ছে?’
একেই হয়তো বলে ‘কাঁটা ঘায়ে নুনের ছিঁটা’।
Leave a Reply