লোকালয় ডেস্কঃ আওয়ামী লীগের সাবেক প্রেডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ঢাকায় আনা হচ্ছে। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হবে বলে জানিয়েছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক সদর উদ্দিন।
উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে বুধবার দুপুর ২টার দিকে আব্দুল লতিফ সিদ্দিকীকে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠনো হয়।
এর আগে আমরণ অনশনে থাকা টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকী অসুস্থ হয়ে পড়লে তাকে বুধবার সকাল ৯টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
তার সমর্থকেরা জানায়, চিকিৎসারত অবস্থায়ও লতিফ সিদ্দিকী কোনো ওষুধ বা খাদ্য গ্রহণ করেননি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি কোনো খাদ্যই গ্রহণ করবেন না বলে জানিয়েছেন।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে। এরপর মেডিকেল টিম তার স্বাস্থ্য পরীক্ষা করে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। কিন্তু তিনি রাজি হননি। বুধবার সকালে তার অবস্থার আরো অবনতি হলে দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
Leave a Reply