মোঃ মজিবর রহমান শেখ: ৪ আগস্ট বুধবার আনুমানিক দিবাগত রাত ১.৩০ মিনিটে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কুজিশহরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের শিকার হয়ে ৩ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয় । মৃত রোস্তম আলীর ছেলে মোঃ বদিউল ইসলাম , মোঃ বদিউল ইসলামের ছেলে মোঃ মাজেদুর রহমান ও
মোছাঃ খালেদা বেওয়া পিতা মৃত মোখলেছুর রহমান এর মোট ৯টি ঘর,৬টি গরু ও ৪ টি ছাগল পুড়ে ভস্মীভূত হয়। ৪ আগষ্ট বুধবার সকালে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।এ সময় তিনি পরিবারগুলোকে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী, কম্বল ও আর্থিক সাহায্য প্রদান করেন।এসময় তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ক্ষতির পরিমাণ নির্ণয়পূর্বক রিপোর্ট দেয়ার নির্দেশ দেন।তিনি তাদের অতি দ্রুত সরকারি সাহায্য প্রদানের আশ্বাস দেন।
Leave a Reply