লোকালয় ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০১৮ সালের শেষ ৪ দিন ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। এ চারদিন আর্থিক খাতেও লেনদেন বন্ধ থাকবে। আগামী ২৭ ডিসেম্বর হবে শেষ কার্যদিবস। এ দিনই চূড়ান্ত হবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বার্ষিক হিসাব। ছুটি শেষে ব্যাংক খুলবে ২০১৯ সালের ১ জানুয়ারি।
কেন্দ্রীয় ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন’ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়েছে।
৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ওইদিন দেশে সাধারণ ছুটি থাকবে। এর আগের দুদিন তথা ২৮ ও ২৯ ডিসেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার। সরকারি ছুটি হওয়ায় এ দুদিন দেশের কোনো ব্যাংকে লেনদেন হবে না। ভোটের পরদিন তথা ৩১ ডিসেম্বর দেশের সব ব্যাংকে ‘ব্যাংক হলিডে’ পালিত হবে। এদিন সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। এ হিসেবে ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা চারদিন দেশের কোনো ব্যাংকেই লেনদেন হবে না।
Leave a Reply