বার্তা সংস্থা ইউএনবি জানায়, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এ সময় তাঁর সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতারা ছিলেন।
এরপর আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
১৯৬৬ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফার পক্ষে দেশব্যাপী তীব্র গণ-আন্দোলনের সূচনা হয়। পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবিতে এই আন্দোলনের সূত্রপাত হয়। এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে পুলিশ ও ইপিআরের গুলিতে টঙ্গী, ঢাকা ও নারায়ণগঞ্জে মনু মিয়া, শফিক, শামসুল হকসহ ১০ জন শহীদ হন। এরপর আপসহীন সংগ্রামের ধারায় উনসত্তরের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের দিকে এগিয়ে যায় বাঙালি জাতি। সামরিক শাসক আইয়ুব খানের পতন হয়।
Leave a Reply