সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
ছোটমনিরা দেশের সুপারহিরো : ইনু

ছোটমনিরা দেশের সুপারহিরো : ইনু

শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক : গণপরিবহনের অনিয়ম দেখিয়ে আন্দোলনরত ছোটমনিরা দেশের সুপারহিরোতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ইনু বলেন, কোমলমতি শিক্ষার্থীরা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অসম্ভবকে কীভাবে সম্ভব করতে হয়। ছোটদের কাছ থেকেও বড়দের অনেক শেখার আছে। ছোটমনিরা সুপারহিরো, তবে শেখ হাসিনার সরকার ভিলেন নয়।

তথ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ৯ দফা সরকার মেনে নিয়েছে। তাদের সব দাবি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এবার থামতে হবে, ক্লাসে ফিরতে হবে। কেননা বাকি কাজটুকু সরকার করবে। তোমরা যে পথ দেখিয়েছ সেই পথ ধরে সরকার নিরাপদ সড়ক নিশ্চিত করবে। ইনু বলেন, নিরাপদ সড়ক আন্দোলনটা সরকার উৎখাতের আন্দোলন নয় বা সরকারবিরোধী আন্দোলনও নয়। ছোটমনিদের প্রশংসনীয় কাজটা সরকার আমলে নিয়েছে।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেহেতু ছোটমনিদের পক্ষেই আছে, সেহেতু তারা এ কয়দিন শান্তিতে রাস্তায় আছে। দুর্ঘটনাপ্রবণ এলাকায় গতিরোধক, ফুটওভার সেতু, আন্ডারপাস তৈরি করার জন্য সেনাবাহিনীকে তড়িৎ পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত দেয়া হয়েছে।’ বিএনপির সরকারের পদত্যাগ দাবি প্রসঙ্গে ইনু বলেন, এ ঘটনা একজন ড্রাইভার ঘটিয়েছে। এর সঙ্গে সরকারের কোনো হাত নেই। সরকার প্রথম দিনেই এর প্রদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে ড্রাইভার গ্রেফতার হয়েছে। সুতরাং সরকারের পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না।

তথ্যমন্ত্রী বলেন, যারা শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ও কোঠা সংস্কারের আন্দোলন সরকারবিরোধী আন্দোলনে রূপান্তর করার চক্রান্ত করে, তারা দেশের শান্তি চায় না, অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

তিনি আরও বলেন, বিএনপিসহ অনেকেই এ বিষয়ে নাক গলানোর চেষ্টা করছেন। নাক গলিয়ে লাভ হবে না। সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com