সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
ছেলে মেয়েদের নিয়মিত স্কুলে পাটাবেন তাহলেই সরকারের উদ্যোগ সফল হবে

ছেলে মেয়েদের নিয়মিত স্কুলে পাটাবেন তাহলেই সরকারের উদ্যোগ সফল হবে

ছেলে মেয়েদের নিয়মিত স্কুলে পাটাবেন তাহলেই সরকারের উদ্যোগ সফল হবে
ছেলে মেয়েদের নিয়মিত স্কুলে পাটাবেন তাহলেই সরকারের উদ্যোগ সফল হবে

লোকালয় ডেস্কঃ সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে (সিভিআরপি) প্রকল্পেরর অধিনে ২০১৭ -২০১৮ ইংরেজি অর্থবছরে পুরান লক্ষণশ্রী গুচ্ছগ্রাম-২পর্যায়ের  এর ৪০টি ঘরের চাবি হস্তান্তর ও এক আলোচনা সভা অনুষ্টিত হয়। শুক্রবার বিকালে পুরান লক্ষনশ্রী গুচ্ছগ্রামে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন  নাহার রুমার সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ,  তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন সরকারের এই উদ্যোগ গরিবদের আশ্রয়ের জায়গা করে দেওয়া একটি চলমান পক্রিয়া একটি সফল উদ্বোগ, যারা এই ঘর পেয়েছেন তাদের সন্তানদের অবশ্যই নিয়মিত স্কুলে পাটাবেন এবং পত্যেকেই ছোট পরিবার সুখি পরিবার তাই পরিকল্পিত ভাবে  দুটি সন্তান নিয়ে সুন্দর একটি পরিবার ঘরে তুলবেন ,   ৪০ টি ঘরের  সুবিধাভোগীরা হলেন- (১) আম্বিয়া বেগম, স্বামী- মোহাম্মদ আলী, (২) মোঃ নুরুল ইসলাম, পিতা- সাহেদ আলী, (৩) তাছলিমা বেগম, স্বামী- শফিকুল ইসলাম, (৪) মোঃ গুলু মিয়া, পিতা- মৃত ইউনুছ আলী, (৫) দিলবাহার, স্বামী- নুরু মিয়া, (৬) মোঃ রহমত আলী, পিতা- মোঃ আশাদ খাঁ, (৭) আঃ রহমান, পিতা- মৃত জোয়াদুর রহমান, (৮) মোছাঃ মমিনা বেগম, স্বামী- মৃত রমজান আলী, (৯) মোঃ আব্দুল মোতালিব, পিতা- মোঃ আব্দুল সামাদ, (১০) কামাল হোসেন, (১১) মিনারা বেগম, স্বামী- সেলিম, (১২) আব্দুল মান্নান, পিতা- মোঃ আব্দুল খালেক, (১৩) চানমতি, (১৪) রওশন আরা বেগম, স্বামী- রহিম উদ্দিন, (১৫) কিসমত আলী, পিতা- মৃত আব্দুর রশিদ, (১৬) মোঃ নুরুল ইসলাম, পিতা- মোঃ সুলতান, (১৭) সেলিম রবিদাস, (১৮) হরিলাল রবিদাস, পিতা- মৃত ফুলমালা রবিদাস, (১৯) মোহন রবিদাস, পিতা- রুপলাল রবিদাস, (২০) সুবল রবিদাস, পিতা- রুপলাল রবিদাস, (২১) শুভদ্রা বর্মণ, স্বামী- রাসেন্দ্র বর্মণ, (২২) সুচিত্রা বর্মণ, স্বামী- সুবল বর্মণ, (২৩) কৃষ্ণ চন্দ, পিতা- মৃত নরেস চন্দ, (২৪) গীতা রাণী দাস, স্বামী- দেবল দাস, (২৫) লিপি রাণী দাস, পিতা- দীপক দাস, (২৬) সিরাজ (বীর মুক্তিযোদ্ধা), পিতা- মৃত আলাউদ্দিন, (২৭) আমিরুন নেছা, স্বামী- মৃত আব্দুর রশিদ, (২৮) রিনা বেগম, স্বামী- মৃত সিরাজ মিয়া, (২৯) আসিয়া বিবি, স্বামী- ওয়ারিশ আলী, (৩০) আরিফুল বেগম, মৃত আপ্তাব উদ্দিন, (৩১) আছমা বেগম, স্বামী- রজব আলী, (৩২) মোছাঃ জাহানারা বেগম, স্বামী- রজব আলী, (৩৩) রাজনা, স্বামী- আব্দুল্লা, (৩৪) রাহেলা, স্বামী- নেকবর আলী, (৩৫) আক্কল আলী, পিতা- মৃত আব্দুল হেকিম, (৩৬) মরিয়ম বেগম, পিতা- মৃত বাদশা মিয়া, (৩৭) শাহিনা বেগম, স্বামী- সামাদ মিয়া, (৩৮) আবুল বাশার, পিতা- মৃত আলাউদ্দিন, (৩৯) মোছাঃ আনোয়ারা বেগম, স্বামী- নুরজামাল খাঁ, (৪০) হুরমত জান বিবি, স্বামী- গোলাম মাসুদ। প্রত্যেক সুবিধাভোগী পরিবারকে জেলা প্রশাসন সুনামগঞ্জ পক্ষ থেকে জেলা প্রশাসক  একটি করে শীতবস্ত্র ও দেওয়াল ঘড়ি প্রদান করেন।  সদর সহকারী কমিশনার( ভূমি) নুসরাত ফাতিমার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোহাম্মদ সফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব প্রদীপ সিংহ, সুনামগঞ্জ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মানিক মিয়া, গৌরারং ইউপি চেয়ারম্যান জনাব ফুল মিয়া এ সময় উপজেলা পর্যায়ের অন্যান্ন কর্মকর্তারাও উপস্তিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com