লোকালয় ডেস্কঃ সদ্য তিন মাস পূর্ণ হওয়া ছেলেকে নিয়েই পবিত্র ওমরাহ্ পালন করলেন মুশফিকুর রহিম। বৃহস্পতিবার (৩ মে) রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি ছবি পোস্ট করেছেন মুশফিক।
বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও জান্নাতুল কিয়াফাত মন্ডির ঘর আলো করে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি জন্ম নেয় মোহাম্মদ শাহরোজ রহিম মায়ান।
ছবিতে দেখা গেছে, মায়ানকে কোলে নিয়ে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে রয়েছেন মুশফিক। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘আলহামদুলিল্লাহ।’
সামনেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশের। কিছুদিন আগেই শেষ হলো ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। টানা খেলার পর বর্তমানে বিশ্রামে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এরই ফাঁকে ছোট্ট মায়ানকে নিয়ে পবিত্র মক্কা নগরীতে চলে গেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক। সঙ্গে স্ত্রী মন্ডিও রয়েছেন।
আফগানিস্তান সিরিজের জন্য কিছুদিনের মধ্যেই জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে ক্যাম্পে যোগ দেবেন মুশফিক।
Leave a Reply